সেই ছোট্ট নাঈম পেলো বিনা ভাড়ায় ঘর

0
424

খবর ৭১:  বনানী এফ আর টাওয়া‌রে আগুন নিভা‌নোর ক্ষে‌ত্রে ছোট্ট নাঈ‌ম অ‌বিস্মরণীয় ভূ‌মিকা রেখে‌ছিলো। অথচ তার ‌প‌রিবা‌রের থাকার সু‌নি‌র্দিষ্ট জায়গা ছিলো না। গুলশান বিভা‌গের বনানী থানা আজ কড়াইলে ত‌ার প‌রিবার‌কে বিনা ভাড়ায় এক‌টি ঘ‌রের ব্যবস্থা ক‌রে দিলো।
খবরটি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার মোশতাক আহমেদ।
ফেসবুক স্ট্যাটাসে মোশতাক আহমেদ লেখেন, বনানী এফ আর টাওয়া‌রে আগুন নিভা‌নোর ক্ষে‌ত্রে ছোট্ট নাঈ‌ম অ‌বিস্মরণীয় ভূ‌মিকা রেখে‌ছিল। অথচ তার ‌প‌রিবা‌রের থাকার সু‌নি‌র্দিষ্ট জায়গা ছিল না। গুলশান বিভা‌গের বনানী থানা আজ কড়াইলে ত‌ার প‌রিবার‌কে বিনা ভাড়ায় এক‌টি ঘ‌রের ব্যবস্থা ক‌রে দিল। নাঈ‌মের সর্বাঙ্গীন সাফল্য কামনা কর‌ছি।
২৮ মার্চ বৃহস্পতিবার বনানীর এফ আর টাওয়ারে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের পাইপ ফেটে গেলে সেখান থেকে পানি বের হওয়া ঠেকাতে পাইপের লিকেজে পলিথিন পেঁচিয়ে ধরে বসে ছিল শিশু নাঈম। সেই ঘটনার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বৃহস্পতিবার সারাদিন বনানীর আগুন লাগা ভবনটির সামনে ছিল শিশু নাঈম। শুক্রবারও নিজেকে আটকে রাখতে পারেনি সে, সকালেই মানবতার কারণে বাসা থেকে চলে এসেছে এফ আর টাওয়ারের সামনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here