সোহেল পারভেজ ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হাজীপাড়া আদর্শ উচ্চ-বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলার হাজীপাড়া মহল্লায় অবস্থিত বিদ্যালয়টির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুহাম্মদ সাদেক কুরাইশী। গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো।
এ সময় আশরাফুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন খন্দকার আলাউদ্দীন আল আজাদ,মোশারফ হোসেন,ইকরামুল হক একরাম,আতাউর রহমান,সুলতান আহমেদ আবুল প্রমুখ।
এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষীকা বৃন্দ অনুষ্ঠানটি পরিচালনায় সহায়তা করেন। সার্বিক ব্যবস্থাপনায় ও তত্বাবধানে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মিনহায্ উল ফেরদৌস।