খবর ৭১ঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে একটি বিস্ফোরণের ঘটনায় তিন মার্কিন সেনা এবং এক ঠিকাদার নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার এক বিবৃতিতে আফগান সামরিক বাহিনী জানিয়েছে, বোমা বিস্ফোরণে তিন সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার বাগরামে মার্কিন ঘাঁটির কাছে মার্কিন সেনাদের গাড়িবহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান। একই সঙ্গে ওই হামলাকে আত্মঘাতী গাড়িবোমা হামলা বলেও উল্লেখ করা হয়েছে।