খবর ৭১ঃ কুমিল্লার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি সুতার কারখানায় লাগা আগুন দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টার পর ভোরে সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
এর আগে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়ে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় কুমিল্লা ইপিজেডে আর এন টেক্সটাইলের আগুন নিয়ন্ত্রণে আসে।