খবর ৭১: বুধবার থেকে রাজধানীসহ প্রায় সারাদেশেই হচ্ছে কাল বৈশাখীর তাণ্ডব। তবে ১০ এপ্রিলের পর থেকে সারাদেশে কাল বৈশাখী ঝড় কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর তাপমাত্রা বাড়তে থাকবে। ইন্ডিপেন্ডেন্ট টিভি
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব নদী বন্দরকে দুই নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, আবহাওয়া পূর্বাভাসে রয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।