খবর ৭১ঃ বিএনপি চেয়ারপারসন বিএনপি প্রধান খালেদা জিয়ার প্যারোলে মুক্তি প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তি চাইতে হয়, না চাইলে সরকার কাউকে জোর করে প্যারোল দিতে পারে না। সোমবার (৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা বলে আসছেন, প্যারোলে নয়, জামিনে মুক্তি পাওয়া খালেদা জিয়ার অধিকার।