ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক প্রকাশ

0
392

খবর ৭১ঃ বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজের সময় আহত ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ এপ্রিল) তার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের পক্ষে সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস গণমাধ্যমে এ শোক বার্তা পাঠান।
শেখ হাসিনা শোকবার্তায় বলেন, ‘অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গের ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গত ২৮ মার্চ রাজধানীর বনানীতে পুড়তে থাকা এফ আর টাওয়ারে আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। অতি দ্রুত তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বাংলাদেশ সময় রবিবার রাত ২টা ১৭ মিনিটে তার মৃত্যু হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here