খবর ৭১ঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এমপি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে গিয়েছিলেন। সোমবার রাত দশটায় ফেসবুকে তিনি জানান, ওবায়দুল কাদের ভাই ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। তাঁর রক্তচাপ এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রয়েছে। এমন সুখবরই দিলেন প্রিয় নেতার সহধর্মিনী এডভোকেট ইসরাতুন্নেসা কাদের ভাবী।
তিনি লিখেছেন, ‘প্রিয় নেতার সাথে তার কেবিনে সাক্ষাত হলো, কথা হলো। সেই মুহূর্তগুলো ছিলো ভাষাহীন। পরস্পরের দিকে আমরা তাকিয়ে। টানা এক মাসের উৎকণ্ঠায় থাকা মনটা কখন আবেগে তলিয়ে গেছে, খেয়াল করিনি। হঠাৎ খেয়াল করলাম, চোখ দুটো ভিজে গেছে। অশ্রুসজল কাদের ভাইও। তাঁর মলিন মুখে স্মিত হাসি দেখে মনে মনে আল্লাহকে স্মরণ করলাম। সকৃতজ্ঞতায় বললাম,আল্লাহ আপনিই একমাত্র ভরসা।’
এমপি এনামুর রহমান আরো লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) এবং নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী ভাই জানালেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদের ভাইয়ের বাইপাস সার্জারীর পর আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার পর এখন বেশ ভালো আছেন দেশবরেণ্য প্রিয় নেতা কাদের ভাই। সাভার ও আশুলিয়াবাসীসহ প্রিয় দেশবাসীর কাছে বিনীত অনুরোধ,আপনারা বেশি বেশি করে মহান সৃষ্টিকর্তার কাছে কাদের ভাইয়ের জন্যে দোয়া করবেন।’