খবর৭১ঃ গুলশানে ডিএনসিসি মার্কেটে লাগা আগুনে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, তারা ভেতরে আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রচুর ক্যামিকেল ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত নেভানো সম্ভব হচ্ছে না। তারা এখনও নিশ্চিত নয়, আগুনে ভেতরে কেউ হতাহত হয়েছে কিনা।
এর আগে শনিবার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে মার্কেটটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, কাঁচাবাজারের ভেতরে একটি হোটেল থেকে এ আগুনের সূত্রপাত।
এদিকে আগুন লাগার ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
ঘটনাস্থলে দেখা যাচ্ছে, আগুন নেভাতে সহায়তা করতে অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে সেখানে কাজ করছেন।
তবে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, অতি উৎসাহী মানুষ ভিড় করায় আগুন নির্বাপন কাজে বিঘ্ন তৈরি হচ্ছে। তারপরও তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগেও ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর বনানীতে ১৭ নম্বর রোডে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এফআর টাওয়ারে আগুন লাগে। মুহূর্তেই আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে। এতে এক শ্রীলঙ্কান নাগরিক সহ অন্তত ২৫ জনের প্রাণহানি হয়। অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অর্ধশতাধিক লোক।