গুলশানে আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী

0
582

খবর ৭১ঃ রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী।
শনিবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সুগন্ধীর দোকান থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি পুড়ে যায় ডিএনসিসি মার্কেটের একাংশ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, গতবারের আগুনের পর ফায়ার সার্ভিসের পরামর্শ মানা হয়নি। ডিএনসিসি মার্কেটের অবকাঠামো নিয়ে এখনো অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here