খবর৭১ঃ দেশে জবাবদিহিতার কোনো ব্যবস্থা না থাকায় একে পর এক অগ্নিকাণ্ড ও নৈরাজ্যের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করে বলেছেন, ‘পর পর কয়েকটা দুর্ঘটনাগুলো সংঘঠিত হয়ে গেল। কিন্তু সরকার ইফ্যাক্টিভ কোনো মেজার নিতে ব্যর্থ হয়েছে। এটা আমার কাছে মনে হয়, দেশে সার্বিক যে নৈরাজ্য সংঘঠিত হচ্ছে, একইসঙ্গে জবাবদিহিতার যেকোনো ব্যবস্থা নেই, কোথাও কিছু নেই। সে কারণেই এ ধরনের (অগ্নিকাণ্ডের) ঘটনাগুলো ঘটছে। কারণ তার কোনো প্রতিকারের ব্যবস্থা নেই।’
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বনানী এফ আর টাওয়ার সামনে উপস্থিত সাংবাদিকেদের এসব কথা বলেন।
হতাহতের সান্ত্বনা দিতেই বনানী এফ আর টাওয়ারের সামনে আসেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনা হৃদয় বিদারক ও মর্মান্তিক একটা অগ্নিকাণ্ড। যা আমাদের সকলকে অত্যান্ত মর্মাহত করেছে। এ ভবন তৈরিতে কোনো রকমভাবে বিল্ডিং কোড অনুসর করা হয়নি। যারা ভবন তৈরি করেছেন, অগ্নিনির্বাপনের জন্য কোনো রকমের ব্যবস্থাও রাখেননি। আগুন লাগার পর কিছুক্ষণের মধ্যে এক্সিটের জন্য যে সিঁড়ি থাকার কথা সেটাও এখানে নেই। কেমন করে এ ভবনের অনুমতি পায়? আমি আসলে বুঝতে পারিনি।’
এসময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।