​রাজউক এতদিন কী করেছে: প্রশ্ন আইজিপির

0
382

খবর৭১ঃ আগুন লাগা রাজধানীর বনানীর আর এফ টাওয়ারের অনুমোদন ছিল ১৮ তলার, কিন্তু হয়েছে ২৩ তলা। এনিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউককে দিকে প্রশ্ন ছুড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি ক্ষোভপ্রকাশ করে বলেছেন, ‘গত ১৪ বছরে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কী করেছে? তিনি বলেন, ভবনটি ১৮ তলা হওয়ার কথা। অথচ হয়েছে ২৩ তলা। সেটাও ১৪ বছর আছে। তাহলে রাজউক এতদিন কী করেছে?’

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিকে এফআর টাওয়ারের কাছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ প্রধান এ কথা বলেন।

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ভবন মালিকদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না পুলিশের মহাপরিদর্শকের কাছে তা জানতে চান সাংবাদিকেরা।

জবাবে আইজিপি বলেন, প্রাথমিকভাবে ভবনের ব্যাপারগুলো দেখার কথা রাজউকের। সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, ‘ভবনটি ১৮ তলা থেকে ২৩ তলা হয়েছে। ১৯৯৬ সালের পরিকল্পনায় ১৮ তলা হয়েছে। ২০০৫ সালে রাজউক জানতে পারে ভবনটি ২৩ তলা হয়েছে। এর মধ্যে ১৪ বছর পেরিয়ে গেছে। এ সময় রাজউক কী করেছে?’

তিনি বলেন, ‘আজ সন্ধ্যার মধ্যেই এই ভবনের দায়িত্ব নেবে পুলিশ। আমরা ভবনের প্রতিটি ফ্লোরেই আলাদা আলাদা করে লোক নিয়োগ করবো। আমরা এখন পরিকল্পনা করছি কিভাবে করা যায়।’

জাবেদ পাটোয়ারী বলেন, এই ঘটনায় মামলা হবে। যারা নিহত হয়েছেন, ‘তাদের পরিবারের সদস্যরা বাদী হলে ভাল হয়। তাঁরা রাজি না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

এই ঘটনায় পুলিশ ভবন মালিকের পরিচয় পেলেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি বলেও জানান আইজিপি। তিনি বলেন, আমরা মালিকের পরিচয় পেয়েছি। তাও অন্য একটি মাধ্যম থেকে। আমাদের পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here