খবর৭১ঃ ঘুষের টাকাসহ ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দনের নেতৃত্বে একটি বিশেষ টিম ঘুষের টাকাসহ হাতে-নাতে গ্রেপ্তার করে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন।
দুদক জানায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিমেল কদরকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে ঘুষের টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা আকতার অভিযোগ করেন যে, তাকে বদলি করে ফাইল আটকিয়ে উক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে অবহিত করলে কমিশন ফাঁদ মামলা পরিচালনার অনুমতিপত্র প্রদান করে।
এর পরিপ্রেক্ষিতে বেলা ৩ টার দিকে আজিমেল যখন অভিযোগকারীর নিকট থেকে ঘুষের ১০ হাজার টাকা গ্রহণ করছিলেন ঠিক তখনই টাকাসহ দুদকের বিশেষ টিমের সদস্যরা তাকে হাতে-নাতে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।