খবর৭১ঃ রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। নেভাতে কাজ করছে নৌবাহিনীর ফায়ার টিম ও বিমানবাহিনীর হেলিকপ্টার।
কাঁচ ভেঙে দেয়াল বেয়ে নামার চেষ্টা করছেন অনেকেই উপর থেকে লাফিয়ে পড়ে অনেকে আহত হয়েছে।
ভবনের বিভিন্ন তলায় আটকা পড়েছেন বহু মানুষ। তারা ভবনের ভাঙা কাচের ফাঁক দিয়ে দুহাত বাড়িয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন। ‘বাঁচাও, বাঁচাও’ ধ্বনি শোনা যাচ্ছে ওই এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে এফ আর টাওয়ারে ধোঁয়া দেখেন তারা। পরে এটি ব্যাপক আকার ধারণ করে। এ সময় আতঙ্কে অনেকেই বাইরে চলে আসেন।
উদ্ধার কাজে যোগ দিয়েছে বিমানবাহিনীর তিনটি হেলিকপ্টার। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট নৌবাহিনীর ফায়ার টিম ও বিমান বাহিনীর হেলিকপ্টার।
খবর৭১ /জি