খবর৭১ঃ বনানীর এফ আর টাওয়ারের আগুনে এখন পর্যন্ত মোট ৫ জন নিহতের খবর পাওয়া গিয়েছে। কুর্মিটোলা এবং ঢাকা মেডিকেল কলেজ সূত্র এবং ইউনাইটেড হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। নিহতের মধ্যে ইউনাইটেড হাসপাতালে ৩ জন, কুর্মিটোলায় ১ জন এবং ঢাকা মেডিকেল কলেজে একজনের মৃতদেহ রাখা হয়েছে। এদের মধ্যে চারজন শ্রীলংকার নাগরিক বলে একটি সূত্র জানিয়েছে।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেলায়েত হোসেন জানিয়েছেন, ‘আমাদের হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে। আহত আরও ৬৪ জন এই হাসপাতালে ভর্তি আছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।’
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগে সাড়ে ১১টায়। সাড়ে বারোটার সময়ও ফায়ার সার্ভিসের লোকজনকে এখানে আসতে দেখেনি। এরপর তিনজনকে তারা ঝাঁপিয়ে পড়তে দেখেন।
খবর৭১ /জি