খবর৭১ঃ এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় আধাঘণ্টা পরই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ভবনে অবস্থানরতরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে এলিফ্যান্ট রোডের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই ভবনে অবস্থানরতদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ড এখনও নিয়ন্ত্রণে আসেনি। এরইমধ্যে এ ঘটনায় আহত ৩০ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ভবনের ভেতর আটকা রয়েছেন অনেকে
খবর৭১ /জি