খবর৭১ঃ রাজধানীর এলিফ্যান্ট রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শর্ট সার্কিট থেকে এফ আর টাওয়ারে আগুন লাগে। বনানীর এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার উদ্ধার কাজে যোগ দিয়েছে।
এ ঘটনায় আহত ২৫ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ভবনের ভেতর বহু লোক আটকা পড়ে রয়েছেন বলে স্থানীয় ও ওই ভবনে কর্মকর্তারা জানিয়েছেন।
খবর৭১ /জি