দুরন্ত টেলিভিশনের ভবনে আগুন ছড়িয়ে পড়ায় সম্প্রচার বন্ধ

0
855

খবর৭১ঃ বনানীর এফ আর টাওয়ারে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশে পাশের ভবনেও। পাশে দুরন্ত টেলিভিশনের ভবনে আগুন ছড়িয়ে পড়ায় সম্প্রচার বন্ধ করা হয়েছে টেলিভিশনটির।

পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। এরইমধ্যে যোগ দিয়েছে বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার। নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী, সেনাবহিনী ও ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে টাওয়ারের ৮ বা ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে, ভবনের ভেতর আটকা পড়েছেন অনেকে। জীবন রক্ষার্থে অনেকে ভবনের ছাদেও আশ্রয় নিয়েছে। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এরমধ্যে ভবনের কাঁচ ভেঙে আটকদের উদ্ধার করার চেষ্টা চলছে।
এরই মধ্যে আশেপাশের ভবন থেকে সরে গেছেন বাসিন্দারা। এছাড়া আগুনের উত্তাপে ভবনের কাঁচ ফেটে যাচ্ছে বলেও জানা গেছে।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here