খবর ৭১ঃ রাজধানীর বনানী এফআর টাওয়ারের আগুন যত সময় যাচ্ছে ততো ভয়াবহ রূপ ধারণ করেছে। আটকাপড়াদের যাদের আত্মাীয়-স্বজনদের যোগাযোগ ছিল তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
আটকাপড়া এক শিক্ষার্থীর মা জানান, ১০ মিনিট আগেও তার সন্তানের সঙ্গে যোগাযোগ ছিল। এখন আর যোগাযোগ করতে পারছেন না। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মোবাইল বন্ধ।
আরেকজন জানান, তার সন্তানও আটকা পড়েছেন। আগুন লাগার পর যোগযোগ ছিল। এখন করা সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আলমগীর হোসেন নামে নেমে আসা একজন জানান, ১৩তলা থেকে আমি পাইপ বেয়ে নেমেছি। মনে হচ্ছিল আজই হয়ত মারা যাব। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তবে অনেক মানুষ এখনো নামতে পারেনি।