ধোঁয়ায় অনেকে অসুস্থ, আনা হয়েছে অ্যাম্বুলেন্স

0
347

খবর ৭১ঃ
রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়া অনেকে কালো ধোঁয়ার কুণ্ডলীতে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ভেতরে বহু মানুষ আটকা পড়ে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here