খবর৭১ঃ রাজধানীর বনানী এফআর টাওয়ারের আগুন ভয়াববহ রূপ ধারণ করেছে। আটকা পড়া বহু মানুষ জীবন বাঁচাতে ভবনের তার বেয়ে এবং লাফ দিচ্ছেন। অনেকে গুরুত আহত হয়েছেন। নিহতের খবরও পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন বিমান ও নৌবাহিনীর সদস্যরা। ভবনে আটকা পড়া মানুষদের উদ্ধার বিমানবাহিনীর কয়েকটি হেলিকপ্টার যোগ দিয়েছে।
বাইরে থেকে তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খবর৭১/এসঃ