ভয়াবহ আগুনঃনিয়ন্ত্রণে আনতে বিমানবাহিনী-নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সম্মিলিত ব্যবস্থা

0
307

খবর৭১ঃ রাজধানীর বনানী এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছেন বিমান ও নৌবাহিনীর সদস্যরা। ভবনে আটকা পড়া মানুষদের উদ্ধার বিমানবাহিনীর কয়েকটি হেলিকপ্টার যোগ দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে বহুতল এ ভবনটিতে বহু লোকজন আটকা পড়েছে। বাইরে থেকে তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে আহত কয়কজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here