খবর৭১ঃ সচিবালয়ের নির্মাণাধীন ১১তম ভবনের সাত তলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। পরে নিহতের মৃতদেহ উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়।
নিহত ওই শ্রমিকের নাম আশরাফ (৩২)। তার বাড়ি নিলফামারী জেলায়। বাবার নাম জয়নাল আবেদীন।
সচিবালয় ক্যাম্পাসের দায়িত্বে থাকা পুলিশের সহকারী কমিশনার রাজিব আহমেদ এসব তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সাত তলার বাইরের দেওয়ালে প্লাস্টারের কাজ করছিলেন আশরাফ। এসময় হঠাৎ তিনি বাঁশের মাচা থেকে পড়ে তিন তলার একটি লোহার পিলারের সঙ্গে বাড়ি খেয়ে ঝুলতে থাকেন। তার থুতনি দিয়ে একটি লোহার রড ঢুকে যায়। পরে নির্মাণ কাজের সঙ্গে জড়িতরা তার মৃতদেহ উদ্ধার করে তড়িঘড়ি মুক্তাঙ্গনের দিকের একটি গেট দিয়ে বের করে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ভবনের বাইরের দেওয়ালে প্লাস্টারের মতো ঝুঁকিপূর্ণ কাজের সময় নিচে নিরাপত্তা জাল থাকার কথা থাকলেও তা ছিল না। এমনকি ওই শ্রমিকের শরীর দড়ি দিয়েও বাঁধা ছিল না। যে কারণে এ দূর্ঘটনা ঘটেছে।
এদিকে ঢামেকের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।