খবর৭১ঃ উল্টো পথ দিয়ে অটো রিকসা চালানোয় বাধা দেয়ায় ট্রাফিক পুলিশকে নির্মমভাবে মারল এক অটোচালক।
এ ঘটনায় মারধরের শিকার পুলিশ কর্মীকে কাছাকাছি একটি হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ মার্চ) রাতে ভারতের বিহারের মুজজফরপুরের কাজি মহম্মদপুর এলাকায়।
অটোচালকের হাতে ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনাটির একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ভিডিওটি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে।
ওই ভিডিওতে দেখা গেছে, রাস্তার উল্টোদিক দিয়ে যাচ্ছিল অটোটি। এসময় আইন লঙ্ঘনের অপরাধে কর্তব্যরত ট্রাফিক পুলিশ অটোটিকে থামান। আর এতে ক্ষুব্ধ হন অটোচালক। এর পর বন্ধুদের ডেকে আনেন তিনি। সেই বন্ধুদের নিয়ে অটো থেকে নেমেই পুলিশকে বেধড়ক মারধর করে ওই অটোচালক। এর পর পথচারীদের হস্তক্ষেপে মারধর থেকে রেহাই পান ওই ট্র্যাফিক পুলিশ।
ওই অটোচালক ও তার বন্ধুদের খোঁজ চলছে বলে জানিয়েছে মুজজফরপুর থানার পুলিশ।