খবর৭১ঃ মাদক নির্মূলে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দেশে মাদক যাতে না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। র্যাবসহ আইনশৃংখলা বাহিনী মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রেখেছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।’
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে র্যাবের সদর দফতর কুর্মিটোলায় র্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীরে জমকারো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ‘সমাজবিরোধী কাজ থেকে স্বাভাবিক জীবনে ফিরলে সরকার সার্বিক সহায়তা করবে। পাশাপাশি অন্যায়কারী বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যারা প্রকৃত অন্যায়কারী তারা যেই হোক তাদের বিচারের আওতায় আনতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবন যেন শান্তিপূর্ণ হয়, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের জনগণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানুষের জীবন উন্নত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে আমাদের। প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আমরা এখন একটি সুখী সমৃদ্ধ দেশে বাস করছি।’