খবর ৭১ঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। দ্রুত তাকে তার পছন্দের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় তার কিছু হলে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষকে দায়ভার নিতে হবে।’
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘মঙ্গলবার তার পরিবারের সদস্যরা কারাগারে দেখা করতে গিয়েছিলেন। তারা এসে বলেছেন, তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। আমিও কোর্টের মধ্যে দেখেছি, তিনি মাথা সোজা করতে পারছেন না। পা বাকা করতে পারছেন না। তাকে জোর করে হুইল চেয়ারে বসিয়ে কোর্টে নিয়ে আসা হয়।’
তিনি অভিযোগ করেন, ‘খালেদা জিয়া সীমাহীন কষ্ট ভোগ করছেন। তার চিকিত্সার বিষয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন। সুপরিকল্পিতভাবে তাকে হত্যার দিকে ঠেলে দেয়া হচ্ছে। গত তিন মাস ধরে তার কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এ জে ড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. সিরাজউদ্দীন আহমেদ।
খবর ৭১/ইঃ