খবর৭১ঃ রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে একজন নিখোঁজ হয়েছেন। তার নাম জামিল উদ্দীন (৩৫)। তিনি উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভূবনপাড়া গ্রামের ফিরোজ ঘোষের ছেলে।
মঙ্গলবার বিকালে গোদাগাড়ী উপজেলা সদরের ভগবন্তপুর হাটপাড়া খেয়াঘাটের সামনে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিকালে একটি নৌকা চর আষাড়িয়াদহ থেকে ৬-৭ জন যাত্রী নিয়ে গোদাগাড়ীর হাটপাড়া আসছিল। পথে ঝড়ের কবলে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে এলেও নিখোঁজ হন জামাল।
খবর পেয়ে বিকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে পদ্মা নদীতে অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত না পেয়ে তারা ফিরে আসে। এরপর বুধবার সকাল থেকে আবার অভিযান শুরু হয়। তবে দুপুর পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।