মহাকাশে ভারতের ‘মিশন শক্তি’, স্যাটেলাইট ধ্বংস

0
450

খবর৭১ঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর এবার মহাকাশে শক্তির পরীক্ষা চালালো ভারত। বুধবার (২৭ মার্চ) ‘অ্যান্টি-স্যাটেলাইট’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি জানিয়েছেন, সকালে মাত্র তিন মিনিটে একটি স্যাটেলাইট ধ্বংস করা হয়েছে। এজন্য তিনি ভারতীয় বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান।
এর আগে মহাকাশে স্যাটেলাইট ধ্বংসের প্রযুক্তি কেবলমাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের হাতে ছিল। ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই সফলতায় নাম লেখালো।
ভারতের এই প্রজেক্টের নাম ছিল ‘মিশন শক্তি’। ৩০০ কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করেছে ভারত।
নরেন্দ্র মোদি জানিয়েছেন, এই অভিযানে কোনও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করা হয়নি। এতে কোনও দেশের কোনও ক্ষতি করা ভারতের উদ্দেশ্য নয় বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here