খবর ৭১ঃ রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় সুপ্রভাত বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার দুজন হলেন; ঘটনার সময় চালকের আসনে থাকা ইয়াসিন ও হেলপার ইব্রাহীম।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চাঁদপুর ও ঢাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (উত্তর) মশিউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ইয়াসিন সুপ্রভাত বাসের কন্ডাক্টর হলেও আবরারকে চাপা দেওয়ার সময় তিনিই বাস চালাচ্ছিলেন।
গত ১৯ মার্চ সকালে মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের বাস চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী।
ঘটনার পর থেকেই যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা বন্ধ করে প্রগতি সরণি এলাকা জুড়ে বিক্ষোভ শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর তা রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
দুইদিন পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইমলাম এবং পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের আশ্বাসের পর নিরাপদ সড়কের জন্য আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা।