ভারতের লোকসভা নির্বাচন: ১৫৭ কোটি কালো টাকা উদ্ধার

0
288

খবর ৭১ঃ ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট হতে বাকি মাত্র কয়েক দিন। নির্বাচনকে ঘিরে নানারকম তোড়জোড় শুরু করেছে দলগুলো। এরই মধ্যে নির্বাচনে প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার আগে ১৫৭ কোটি ৩৭ লাখ টাকা উদ্ধার করেছে ভারতের নির্বাচন কমিশন। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে বেআইনি মদ, নারকোটিক্সসহ হিসেব বর্হিভূত বিপুল পরিমাণ সোনা রুপা।

ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, সব মিলিয়ে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর মূল্য ৫৬২ কোটি ৩৯ লক্ষ টাকা। নির্বাচনের আগে এই পরিমাণ বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর পরিমাণ চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচন কমিশনের। প্রথমে যখন এই অবস্থা আগামীদিনে কি ঘটতে চলেছে তা ভেবেই চিন্তা বাড়ছে কমিশনের।

রাজনৈতিক দলগুলিকে নগদ টাকায় অনুদান দেওয়ার অঙ্ক কমিয়ে দিয়েছে। পাশাপাশি কালো টাকার লেনদেন কমাতে নোটবন্দির মতো ব্যবস্থা নেওয়ার পরেও কী করে এত কালো টাকা ছড়িয়ে রয়েছে, তা নিয়ে গভীর চিন্তায় নির্বাচন কমিশন। সেই কারণেই কালো টাকার লেনদেন বন্ধসহ বেআইনি মদ, নারকোটিক্স, সোনারুপোর মতো ধাতু বাজেয়াপ্ত করতে বাড়তি উদ্যোগ নিচ্ছে কমিশন। তল্লাশির এবং অভিযান বাড়ানোর জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী পর্যবেক্ষক ও স্থানীয় প্রশাসনকে আরও তৎপর থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here