কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে গাছের একটি ডাল ভেঙে পড়ে ছবির উদ্দিন (১২) নামে এক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।
জানা যায়,উপজেলা সদরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে হঠাৎ প্রবল বাতাসে রেইনট্রি গাছের একটি ডাল ভেঙে পড়ে ওই স্কুলছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত ছবির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোজর আলীর পুত্র।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর৭১/এসঃ