বিরামপুরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালিত

0
467

মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় মহান স্বাধীনতা দিবস পালন হয়েছে।
মঙ্গলবার (২৬মার্চ) পৌর শহরের আনমার মাঠে কুচকাওয়াজ ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক, বিশেষ অতিথি ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র লিয়াকত আলী সরকার।
আরো বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ, মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ, হাবিবুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, সরকারী কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রবীণ রাজনীতিক আব্দুল আজিজ সরকার, প্রবীণ আইনজীবি মওলা বক্স প্রমূখ।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here