মো.আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তপধ্বণির মাধ্যমে কর্মসূচী শুরু হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ,নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল গাফ্ফার,উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম,থানা ওসি পরিমল কুমার চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
খবর৭১/ইঃ