খবর৭১ঃ এসিডে ঝলসে গেছে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুখ। পুড়ে যাওয়া চামড়ায় ভাঁজে হারিয়ে গেছে রানী ক্লিয়োপেট্রার মতন সৌন্দর্য। তবুও সেই মুখে অনাবিল হাসি নিয়ে দিগন্তের দিকে তাকিয়ে দীপিকা।
বলিউড সুন্দরীর এমন মলিন হাসির ছবিটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল।
সোমবার (২৫ মার্চ) এসিডে ঝলসে যাওয়া দীপিকার ছবিটি প্রকাশ পায়। ছবিটি দেখেই চমকে ওঠেন ভক্তরা।
ভক্তদের প্রশ্ন কে, কীভাবে এসিডে ঝলসে দিলো এই ভারতীয় সুন্দরীকে। তবে এ নিয়ে ভীত না হতে জানিয়েছেন অভিনেত্রী দীপিকা নিজেই।
নিজের নতুন সিনেমার চরিত্রের স্বার্থে এমন মুখের মেকাপ নিয়েছেন তিনি।
টুইটারে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘এই চরিত্রটি আমার সঙ্গে থাকবে সবসময়, মালতী। আজ থেকে শুটিং শুরু হলো।’
বলি বাবলের খবর, ‘ছাপাক’ নামের সিনেমায় এসিডে ঝলসে যাওয়া নারী চরিত্রে অভিনয় করছেন দীপিকা। সিনেমাটির পরিচালনায় রয়েছেন ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘রাজি’ সিনেমার জন্য সেরা পরিচালক মেঘনা গুলজার।
জানা গেছে, সিনেমাটিতে ভারতে এসিড হামলার শিকার লক্ষ্মী আগারওয়ালের জীবনের গল্প উঠে আসবে। আর লক্ষী চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এ ছবি দিয়ে প্রযোজক হিসেবেও নাম লেখালেন দীপিকা।
এসিডে ঝলসে যাওয়া দীপিকা পাড়ুকোনকে দেখতে সিনেপ্রেমীদের অপেক্ষা করতে হবে ২০২০ সালের ১০ জানুয়ারি পর্যন্ত।