খবর৭১ঃ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি তাদের ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছে।
ফেসবুক পোস্টে মেসি-সুয়ারেজদের উল্লাসে থাকা ছবির পিছনে লাল সবুজের বাংলাদেশের পতাকা রেখে লিখেছে, বাংলাদেশে আমাদের সকল ভক্তদের শুভ স্বাধীনতা দিবস।
মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১২টায় বার্সেলোনার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টটি দেয়ার পর বহুবার শেয়ার হয়।