১০০ গ্রাম চা পাতার দাম দেড় কোটি রুপি!

0
989

খবর৭১ঃ
একশ’ গ্রাম চা পাতার দাম দেড় কোটি রুপি।কি অবাক হচ্ছেন? অবাক হলেও ঘটনা কিন্তু সত্যি।

একটি দুষ্প্রাপ্য গাছের পাতা দিয়ে এই চা তৈরি হয়। এই পাতা উচ্চ ওষুধিগুণ সম্পন্ন। এর দুষ্প্রাপ্যতা আর ঔষধিগুণের কারণেই এই চায়ের এত দাম।

বিশেষ পদ্ধতিতে তৈরি এই চায়ের উদ্ভাবক চীন। দেশটির ফুজিয়ান প্রদেশের ‘দ্য হং পাও’-এর কারখানায় এই টি ব্যাগ তৈরি হয়।

‘দ্য হং পাও’ প্রতি কেজি ১৫,০০,০০০ মার্কিন ডলারে বিক্রি হয়। ভারতীয় মুদ্রায় এর দাম পড়ে প্রায় ১০ কোটি ৪৫ লাখ ৭০ হাজার রুপি। একশ গ্রাম চায়ের দাম পড়ে প্রায় দেড় কোটি রুপি।

জানা গেছে, এটি একটি জৈব চা। ফুজিয়ান প্রদেশের ইউয়ী পর্বতমালায় ‘দ্য হং পাও’ নামে একটি দুষ্প্রাপ্য গাছের পাতা দিয়ে এই চা তৈরি হয়। এই পাতা উচ্চ ঔষধিগুণ সম্পন্ন। এর দুষ্প্রাপ্যতা আর ঔষধিগুণের কারণে এত দাম দিয়ে মানুষ এটি কিনে খায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here