এনায়েতপুরে বালুর ট্রাক চাপায় পথচারী বৃদ্ধ নিহত

0
384

খবর৭১ঃ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিলে অবৈধ বালুর ট্রাক চাপায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুস সোবহান সরকার (৬৮) গোপালপুর গ্রামের মৃত হাজী জয়নাল আবেদিন সরকারের ছেলে। এছাড়া তিনি চলচিত্র নির্মাতা এমএম সরকারের ভাই।

এনায়েতপুর থানার এসআই মামুন হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে যমুনা নদীর তীর হতে বালু নিয়ে একটি ট্রাক গোপালপুরের দিকে যাবার পথে বেতিল মোড় অতিক্রম করছিল। তখন পাশের ভ্যানের সাথে হালকা ধাক্কা লাগলে চলন্ত গাড়ী থেকে নেমে চালক ঐ ভ্যানের চালককে ধরতে যায়। সে সময় ট্রাকটি নিচের দিকে নেমে এসে পথচারী সোবহান সরকারকে চাপা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয়রা খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিত্সকরা মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here