শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

0
807

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ক্লাবের সাংবাদিকরা স্বপরিবারে ভ্রমণে যায় লাউয়াছড়া জাতীয় উদ্যান ও শ্রীমঙ্গলের ঐতিহাসিক বধ্যভূমিতে। দিনব্যাপী নানা আয়োজনে আনন্দ ভ্রমণে মেতে ওঠে সাংবাদিকরা। আয়োজনের মধ্যে ছিল সম্মাননা ক্রেস্ট প্রদান, ক্লাবের লোগো সম্বলিত মগ বিতরণ, আলোচনা সভা ও মধ্যহৃভোজন। লাউয়াছড়া বাংলোতে মধ্যহৃভোজন শেষে প্রেসক্লাবের তিন সদস্য ও হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ক্লাব সভাপতি আ স ম আফজল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনের পরিচালনায় অনুভূতি ব্যক্ত করেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, সদস্য মোঃ আলাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সহসভাপতি ইসমাইল মাহমুদ, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন, সাংবাদিক কামরুল হাসান ও মিজানুর রহমান সুমন। ক্রেস্টপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, নওরোজুল ইসলাম চৌধুরী, জালাল উদ্দিন রুমি, তাহমিনা বেগম। পরে লাকি কূপন এর ড্র অনুষ্ঠিত হয়। এতে আকর্শনীয় ভাগ্যবান ১০ জন দেয়া হয় মূল্যবান পুরষ্কার। এছাড়াও সাংবাদিকদের জন্য গেঞ্জি উপহার দেন তরুন সমাজকর্মী গাজিউর রহমান এমরান। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here