মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান

0
381

খবর৭১ঃ জালভোট, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া এবং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।
রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তারা ভোট বর্জন করেন।

বর্জনকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান (ঘোড়া) ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের (আনারস)।

ওই উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম রাজা।

চেয়ারম্যান প্রার্থী আমিনুর অভিযোগ করেন, সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই উপজেলার সমেতপুর, জিয়নপুর, চকমিরপুর, জৈন্তা, বাঁচামারাসহ কয়েকটি কেন্দ্রে জালভোট প্রদান, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। যে কারণে তিনি এবং আরেক প্রার্থী আব্দুল কাদের ভোট বর্জন করেছেন।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here