রাতেই ভোট, কিশোরগঞ্জে ৫ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

0
417

খবর৭১ঃ কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলা নির্বাচনের বেশ কয়েকটি ভোট কেন্দ্র রাতেই ব্যালটবাক্স ভর্তি করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় ৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং অফিসার।

রবিবার (২৪ মার্চ) সকালে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতেই কতিপয় দুষ্কৃতকারী ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরে রাখার অভিযোগে পাঁচটি কেন্দ্র ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রগুলো হচ্ছে- চান্দপুর বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দপুর হাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়, চাতল বাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভূনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here