খবর ৭১ঃ সিরিয়ায় আইএস পরাজিত হওয়ার পর জঙ্গিগোষ্ঠীটির খিলাফত শেষ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহীগোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এসডিএফ।
এসডিএফের মুখপাত্র মুস্তাফা বালি টুইটারে জানান, বাঘুজ পুরোপুরি আইএস মুক্ত হয়েছে।
পরে বাঘুজের কাছে এক বিজয় অনুষ্ঠানে এসডিএফের একটি ব্যান্ডদল যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা ও এসডিএফের দলীয় পতাকার সামনে দাঁড়িয়ে মার্কিন জাতীয় সংগীত পরিবেশন করে।
মার্চের শুরুর দিকে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ জোট আইএসের বিরুদ্ধে তাদের চূড়ান্ত আক্রমণ শুরু করেছিলো।