খবর৭১ঃ মানিকগঞ্জে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধারের ঘটনায় বিক্ষোভের জেরে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় দু’জনকে আটক করা হয়। এলাকাবাসীর অভিযোগ, সম্পত্তির লোভে আপন চাচা-ই শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দুপুরে সদর উপজেলার কাকুরিয়া গ্রামের ইতালি প্রবাসী সনজিত দেবনাথের ৫ বছরের ছেলে সুজয় দেবনাথ নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির চাচী নিপারানী দেবনাথ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় শিশুর চাচা রনজিত দেবনাথ ও তার স্ত্রী জড়িত অভিযোগে তাদের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করে। পরে অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।
এলাকাবাসীর অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরেই আপন চাচা শিশুটিকে হত্যা করেছে।
পাঁচ বছর আগে চাচা রনজিত দেবনাথ শিশুটির বোনকেও পানিতে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ করেন এলাকাবাসীর।