খবর৭১ঃ মাত্র এক সপ্তাহ আগে মসজিদে ভয়াবহ জঙ্গি হামলা করে ৫০ মুসল্লিকে হত্যার পর এবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সামাজিক মাধ্যম টুইটারে ‘ইউ আর নেক্সট’ লেখা ক্যাপশনসহ একটি বন্দুকের ছবি পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টুইটারে একাধিক আইডি থেকে ওই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করায় অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ৪৮ ঘণ্টারও বেশি সময় আগে এটি পোস্ট করা হয়েছিল।
‘নেক্সট ইট’স ইউ’ লেখা এ ধরনের আরও একটি পোস্টে প্রধানমন্ত্রী জেসিন্ডা এবং নিউজিল্যান্ডের পুলিশকে ট্যাগ করা হয়েছে। টুইটার অ্যাকাউন্টটিতে ইসলাম ধর্মের বিরুদ্ধে বিভিন্ন বিষয় ও ঘৃণামূলক বিবৃতিও ছিল।