নান্দাইলে বিয়ের প্রলোভনে বন্ধুর বোনকে ধর্ষণের অভিযোগ

0
420

এবি সিদ্দিক খসরু নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে বন্ধুর বোন কলেজ ছাত্রীকে ধর্ষণ করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। নান্দাইল মডেল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানযায়, অভিযুক্ত ধর্ষক ধর্ষিতার ভাইয়ের বন্ধু। ধর্ষক আবু রায়হান শিকদার ওরফে উজ্জল শিকদার (২৮) গৌরপুর কৃষি ব্যাংকের ডাটা এন্ট্রি সুপারভাইজার পদে চাকুরী করে। সে ধর্ষিতার বড় ভাইয়ের বন্ধু ও প্রতিবেশীও বটে। বন্ধুর সূত্র ধরে উক্ত কলেজ ছাত্রীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতো। বিভিন্ন অজুহাতে সুকৌশলে ছাত্রীটির বিয়ে ভেঙ্গে দিতো। একপর্যায়ে আবু রায়হান নিজেই বিয়ের প্রস্তাব দিলে ছাত্রীটির পরিবারের লোকজন তা মেনে নেয়। এতে তাদের মধ্যে গভীর সর্ম্পক গড়ে উঠে। ওই কলেজ ছাত্রী জানান, রোববার তার মা-বাবা ছোট বোনকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে গেলে ওইদিন রাতে রায়হান ঘরে এসে পূর্বপরিকল্পিত প্রলোভনে তাকে ধর্ষন করে। এতে রায়হান ধর্ষন শেষে চলে যেতে চাইলে বাধা প্রদান করলে রায়হান উক্ত বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ধর্ষিতা তার মা-বাবাকে ঘটনাটি জানায়। এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে সোমবার নান্দাইল মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here