লালমনিরহাটে আন্তঃজেলা অজ্ঞান পার্টির ১১ সদস্য গ্রেফতার

0
417

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ লালমনিরহাটে আন্তঃজেলা অজ্ঞান পার্টির ১১ সদস্য গ্রেফতার ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৯মার্চ) সন্ধ্যায় লালমনিরহাট সদর থানা চত্ত্বরে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) ইকবাল হাসান চৌধুরী।
এতে গ্রেফতার আন্তঃজেলা অজ্ঞান পার্টি সদস্যরা হলেন, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আদর্শটারী সুলতান বাহাদুর গ্রামের মৃত: আমিনুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৭), একই উপজেলার সুলতান বাহাদুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম (২৭) ও নজরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন (২৩), লালমনিরহাট সদর উপজেলার মোস্তফী ব্যাপারী টারী গ্রামের শের আলীর ছেলে আলমগীর হোসেন (৩৪), রংপুরের কাউনিয়া উপজেলা নিজপাড়া গ্রামের মৃত: আঃ জব্বার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৭), কাউনিয়ার বকুলতলা গ্রামের মৃত: নুর ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৭), একই উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামে মৃত: আঃ রহমানের ছেলে আঃ জলিল (৩০) ও সাব্দী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম (২৭), জহরুল হকের ছেলে জাহিদুল ইসলাম (২৭) রংপুরের কেতোয়ালী থানাধীন কলেজপাড়ার মৃত ওসমান আলীর ছেলে পারভেজ (৩১), লালমনিরহাট সদর উপজেলার রতিপুর গ্রামের ধনিয়া মামুদের পুত্র শাহজামান (২৩) কে গ্রেফতার করেন।
গত সোমবার ও মঙ্গলবার সদর থানা পুলিশের (উপ-পরিদর্শক) এসআই মোজাম্মেল হক, এসআই ময়নুল ইসলাম, এসআই জহুরুল হক ও এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে একটানা ৩৬ ঘন্টা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতার করেন। ওই সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইকৃত একটি ইজিবাইক উদ্ধার করেন।
উক্ত প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম, এসআই মোজাম্মেল হক, এসআই ময়নুল ইসলাম ও মিজানুর রহমান প্রমূখ।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here