নব্য আওয়ামী লীগ বিএনপি-জামায়াত থেকেও ভয়ংকর: নাসিম

0
459

খবর৭১ঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমে বলেছেন, ‘নব্য আওয়ামী লীগ বিএনপি-জামায়াত থেকেও ভয়ংকর। এরা সুযোগ সন্ধানী। এদের চিনে রাখতে হবে।’

মঙ্গলবার (১৯ মার্চ) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে আলোচনা সভায় সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘এখন দেশের সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। যাদের কখনও আওয়ামী লীগের সভা সমাবেশ দেখিনি তারাও এখন আওয়ামী লীগ করে। এদের থেকে সাবধান ও সর্তক থাকতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের চক্রান্ত থেমে নেই। তারা দীর্ঘ দিন ক্ষমতায় ছিলো, এখনও চক্রান্ত করছে। চক্রান্ত হলে ১৪ দল চক্রান্তের বিষদাঁত ভেঙে দেবে। ১৪ দল আওয়ামী লীগ সরকারকে চোখের মণির মত রক্ষা করবে। আর কোনও দিন যাতে স্বাধীনতাবিরোধীরা এ দেশে ক্ষমতায় আসতে না পারে আমাদের আজকে সেই অঙ্গিকার করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে এমন কোনও দেশ নাই, যারা দলমত নির্বিশেষে তাদের জাতির জনককে শ্রদ্ধা করে না। শুধু বাংলাদেশে জাতির জনককে অশ্রদ্ধা করতে ভুয়া জন্মদিন পালন করেছে একটি দলের দলীয় প্রধান। যারা দেশের জনককে অশ্রদ্ধা জানিয়েছে জনগণ তাদের শাস্তি দিয়েছে। কয়েকজন বেঈমান বাঙালি বঙ্গবন্ধু ও তার ৪ সহযোগীকেও হত্যা করেছে।’

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১৪ দলের পক্ষ থেকে সমাবেশ করার কথাও জানান নাসিম।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাবেক ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here