জোহরুল ইসলাম,নাচোল(চাঁপানবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আয়োজনে তাঁতীলীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে নাচোল উপজেলা ও পৌর তাঁতীলীগের উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইলামিত্র গণপাঠাগারে এসে শেষ হয়।পরে ইলামিত্র গণপাঠাগারে পৌর তাঁতীলীগের আহ্বায়ক এ্যাড:মোস্তাফিজুর রহমান বুলেট এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু। এসময় অনুষ্টানের প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোস্তাাফিজুর রহমান সোহেল বিশ্বাস।এছাড়া ও অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন সাহা,পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ,সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ,পৌর তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন, পৌর ছাত্রলীগ নেতা সৈবুর রহমান সহ প্রমুখ।আলোচনাসভা শেষে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে ১৬ তম তাঁতীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
খবর৭১/ইঃ