দ্বিতীয় ধাপেও ভোট ‘শান্তিপূর্ণ’ হয়েছে: ইসি সচিব

0
373

খবর৭১ঃ পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও দেশের ১৬টি জেলার ১১৬ উপজেলার ভোট ‘শান্তিপূর্ণ’ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইসি সচিব জানান, এই ধাপে ৭ হাজার ৩৯ কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ভোট স্থগিত করার তথ্য দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। অন্য কোথাও অনিয়মের কোনও তথ্য পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। অধিকাংশ এলাকায় ভোটার উপস্থিতি ব্যাপক ছিল বলে তথ্য পেয়েছি। কোথাও কোথাও কম উপস্থিতি ছিল। তবে সব মিলিয়ে প্রথম ধাপের চেয়ে ভোটের হার বেশি হবে বলে আশা করি।’

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে, ৩১ মার্চ চতুর্থ ও ১৮ জুন হবে পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ।

এদিকে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় নির্বাচনী আমেজ কিছুটা ঢিলেঢালা। একাধিক প্রার্থী না থাকায় গত ১০ মার্চ প্রথম ধাপে ২৮ জন ও আজ দ্বিতীয় ধাপের নির্বাচনে ৪৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here