মোংলা পৌরসভার সাবেক চেয়ারম্যান বাতেনের শাহাদৎ বার্ষিকী পালিত

0
370

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষানূরাগী প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আব্দুল বাতেনের ১৫তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। মোংলার নাগরিক সমাজের আয়োজনে সোমবার বিকেল কবরস্থান জামে মসজিদে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শহীদ আব্দুল বাতেনের শাহাদৎ বার্ষিকী করা হয়।
মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখের সভাপতিত্বে শহীদ আব্দুল বাতেনের শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক আহসান হাবীব হাসান, মোংলা বন্দর শ্রমিক সংঘের সাবেক সভাপতি বিএনপি নেতা মো. খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদ এ কে এম সাহাবুদ্দিন, পৌর যুবলীগ সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, শহীদ আব্দুল বাতেনের ছোট ভাই মো. জসিম উদ্দিন, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বিভিন্ন স্কুল-কলেজ প্রতিষ্ঠায় এবং মোংলা বন্দরে শ্রমিক আন্দোলনে শহীদ আব্দুল বাতেনের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।
উল্ল্যেখ্য ২০০৪ সালের ১৮ মার্চ সন্ধ্যায় নিজ বাড়ীর সামনে ঘাতকদের গুলিতে মোংলা পোর্ট পৌরসভার চেয়ারম্যান আব্দুল বাতেন শহীদ হন।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here