মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিবস উদ্যাপন করে। এছাড়া শিশু সমাবেশ, আলোচনা সভা, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে মুরাদনগর উপজেলা প্রশাসন।